Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খালও নদী

৫নং নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদ নদীর সংখ্যা—২টি

১। কপোতাক্ষ নদ

কপোতাক্ষ নদ

https://bn.wikipedia.org/s/2ozj

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অন্য ব্যবহারের জন্য দেখুন কপোতাক্ষ নদী

কপোতাক্ষ নদ

কপোতাক্ষ নদ

কপোতাক্ষ নদ

দেশ

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f9/Flag_of_Bangladesh.svg/23px-Flag_of_Bangladesh.svg.png বাংলাদেশ

অঞ্চল

খুলনা বিভাগ,

জেলা

যশোর,

 
 

উত্স

ভৈরব নদ

মোহনা

খোলপেটুয়া নদী

 

দৈর্ঘ্য

২৩৮ কিলোমিটার (১৪৮ মাইল)

 

কপোতাক্ষ নদ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলা সাতক্ষীরা জেলা ও খুলনা জেলার একটি নদ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কপোতাক্ষ নদের প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯।[১][২]

পরিচ্ছেদসমূহ

  [লুকিয়ে রাখুন] 

উৎপত্তি[উৎস সম্পাদনা]

এই নদ এর উৎপত্তি যশোর জেলার চৌগাছা উপজেলায় ভৈরব নদী থেকে এবং এটি পরে খুলনা জেলার কয়রায় খোলপটুয়া নদীতে গিয়ে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ১৮০ কিলোমিটার (১১০ মাইল), গড় প্রস্থ ১৫০ মিটার (৪৯০ ফুট), গভীরতা ৩.৫ থেকে ৫ মিটার (১১.৫ থেকে ১৬.৪ ফুট)। এই নদ ৮০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত।[২]

সাহিত্যে কপোতাক্ষ নদ[উৎস সম্পাদনা]

মাইকেল মধুসূদন দত্ত তাঁর শৈশব কাটিয়েছেন এই নদের তীরে। পরবর্তীতে তিনি যখন ফ্রান্সে ছিলেন, শৈশবের কথা স্মরণ করে প্রখ্যাত কপোতাক্ষ নদ নামের সনেট(চতুর্দশপদী কবিতা) রচনা করেন।[৩]

আরও দেখুন[উৎস সম্পাদনা]

 

পোতাক্ষ নদ – মাইকেল মধুসূদন দত্ত

https://kobitaa.files.wordpress.com/2011/11/michel-modhusudan-datta1.jpg?w=220&h=300

 

সতত, হে নদ তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে।
সতত যেমনি লোক নিশার স্বপনে
শোনে মায়া যন্ত্র ধ্বনি তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে
দুগ্ধস্রোতরূপি তুমি মাতৃভূমি স্তনে।
আর কি হে হবে দেখা যত দিন যাবে
প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে
বারি রূপ কর তুমি এ মিনতি গাবে
বঙ্গজ জনের কানে সখে-সখারিতে।
নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে
লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে।


সনেট

June 29, 2015 · 

=====কপোতাক্ষ নদ======
- মাইকেল মধুসূদন দত্ত

সতত, হে মদ, তুমি পড় মোর মনে |
সতত তোমার কথা ভাবি এ বিরলে ;
সতত ( যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া-যন্ত্রধ্বনি ) তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!---
বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে,
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্ম-ভূমি-স্তনে!
আর কি হে হবে দেখা?---যত দিন যাবে,
প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে
বারি-রূপ কর তুমি ; এ মিনতি, গাবে
বঙ্গজ-জনের কানে, সখে, সখা-রীতে
নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে
লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে!
. ********************

 

১। চিত্রা নদী 

https://bn.wikipedia.org/s/2tgi

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোটচাঁদপুর

উপজেলা

কোটচাঁদপুর বাংলাদেশ-এ অবস্থিত

কোটচাঁদপুর

কোটচাঁদপুর

বাংলাদেশে কোটচাঁদপুর উপজেলার অবস্থান

স্থানাঙ্ক: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/55/WMA_button2b.png/17px-WMA_button2b.png২৩°২৪′১৩″ উত্তর ৮৯°০′৫০″ পূর্বস্থানাঙ্কhttps://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/55/WMA_button2b.png/17px-WMA_button2b.png২৩°২৪′১৩″ উত্তর ৮৯°০′৫০″ পূর্ব | OSM মানচিত্র উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

দেশ

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f9/Flag_of_Bangladesh.svg/23px-Flag_of_Bangladesh.svg.png বাংলাদেশ

বিভাগ

খুলনা বিভাগ

জেলা

ঝিনাইদহ জেলা

আয়তন

 • মোট

১৬৫.৬৩ কিমি (৬৩.৯৫ বর্গমাইল)

জনসংখ্যা (২০১১)[১]

 • মোট

১,৪১,১২১

 • ঘনত্ব

৮৫০/কিমি (২২০০/বর্গমাইল)

স্বাক্ষরতার হার

 • মোট

৫০.৪%

সময় অঞ্চল

বিএসটি (ইউটিসি+৬)

ওয়েবসাইট

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কোটচাঁদপুর উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা।

পরিচ্ছেদসমূহ

  [লুকিয়ে রাখুন] 

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

খুলনা বিভাগের ঝিনাইদহ জেলাতে অবস্থিত। জেলা সদর থেকে দক্ষিণ-পূর্বে ৩০ কিলোমিটার দূরে উপজেলা সদরের অবস্থান। যশোর চুয়াডাঙ্গা রোডের পাশে ছোট এই উপজেলা শহরটির অবস্থান। এই উপজেলার উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, পূর্বে কালিগঞ্জ উপজেলা, দক্ষিণে মহেশপুর উপজেলা এবং পশ্চিমে চুয়াডাঙ্গা জেলারজীবননগর উপজেলা এবং ঝিনাইদহ সদর উপজেলা

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

এই উপজেলার ইউনিয়নসমূহ হচ্ছে -

  1. সাফদারপুর ইউনিয়ন
  2. দোড়া ইউনিয়ন
  3. কুশনা ইউনিয়ন
  4. বলুহর ইউনিয়ন
  5. এলাঙ্গী ইউনিয়ন

শিক্ষা[সম্পাদনা]

৫টি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ২১ টি, ২টি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়, ১টি কামিল মাদ্রাসা সহ ৪টি মাদ্রাসা, ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩৫টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু কমিউনিটি ও কিন্ডার গার্ডেন আছে। গড় শিক্ষার হর ৫০.৪%, পুরুষ-৫২.৭ %, মহিলা-৪৮.২ %

অর্থনীতি[সম্পাদনা]

অধিকাংশই কৃষি কাজে নিয়জিত। এছাড়া ব্যবসা বানিজ্যেও উন্নত।

নদ-নদী ও জলাশয়[সম্পাদনা]

কোটচাঁদপুর উপজেলায় ২টি নদী রয়েছে। নদীগুলো হচ্ছে চিত্রা নদী ভৈরব নদ ও কপোতাক্ষ নদ[২][৩]

বলুহর বাওড় ৷

বিবিধ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]