৫নং এলাঙ্গী ইউনিয়নে ২নং ওয়াডে কল্যাগাছা, ও আসাননগর গ্রামের এই বাওড়টি অবস্থিত । এই বাওড়টিতে জনসাধারণ মৎস চাষ করে জীবিকা নিভর করে । এলাঙ্গী ইউনিয়নের সবচেয়ে ঐতিহ্যবাহী বাওড়। বর্ষায় পানিতে কানায় কানায় ভরে যায়। তখন এর অপরুপ লীলা যেন সকলের মনকে আকৃষ্ট করে তলে। বাওড় থেকে ৮কি.মি. বাজারে অবস্থিত। এছাড়া জগদ্বীশপুরথেকে বয়ে গেছে এই বাওড় ইউনিয়নের সীমানা উত্তর দিকে দিয়ে প্রবাহিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস