Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনজিও

 

১। গ্রামীণ ব্যাংক

 

বেসরকারী সংস্থা গুলো এলাঙ্গী ইউনিয়নের জনগনকে আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।

 

 

২। শিশুনিয়ল ফাউন্ডেশণ।(http://sishu.magurangos.org/)

সংস্থার প্রতিষ্ঠাকাল: ১৯৮৩

সংস্থার তথ্যসমূহঃ
শিশু নিলয় ফাউন্ডেশন ১৯৮৫ সাল থেকে গ্রামের অবহেলিত, সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থার মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠির বিশেষ করে শিশু ও মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে জীবন-জীবিকার মান উন্নয়ন। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে সংস্থা তৃনমূল পর্যায়ে জনগোষ্টির বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, অর্থনৈতিকস্বচ্ছলতা, ক্ষমতায়নে সমন্বিতভাবে বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়ন করছে।

সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্যঃ

ক্রঃ নং নিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধন নং তারিখ
০১ সমাজ সেবা অধিদপ্তর যশোর ৭/৮৫  ৯ মে ১৯৮৫
০২ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এফও জে ০৩/৮৮ ১৩ মার্চ ১৯৮৮
০৩ এনজিও বিষয়ক ব্যুরো ডিএসএস /এফডিওআর ৪৬০/৯১ ১১ এপ্রিল ১৯৯১
০৪ জয়েন্ট স্টক কোম্পানী খুলনা-১৮৮ ১৯ নভেম্বর ২০০৬
০৫ মাইক্রো ক্রেডিট রেগুলারেটরী অথরিটী ০৫১৩৬-০০৮৯৫-০০০০১, এমআরএ- ০০০০১ ৫ সেপ্টেম্বর,২০০৭
০৬ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২২ র্মাচ ২০০৬

সংস্থার ভিশন/উদ্দেশ্যঃ
একটি সুসংগঠিত এবং শান্তিপূর্ন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্রতা  হ্রাসে ভূমিকা রাখা।

সংস্থার মিশন/উদ্দেশ্যঃ
স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার, পরিবেশগত উন্নয়ন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রম এবং ত্রান ও পূর্নবাসন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্টির আর্থ-সামাজিক উন্নয়ন এবং ক্ষমতায়ন।

কর্মএলাকা ও লক্ষিত জনগোষ্ঠীঃ
* খুলনা বিভাগের ৪ টি জেলা যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা
* ১৪টি উপজেলা, ১৩৯ টি ইউনিয়ন এবং ৮০৩ টি গ্রাম।