Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কাঁঠালিয়া গ্রামের ঐতিহ্যবাহী মেঠো পথ
বিস্তারিত

এটি কাঁঠালিয়া গ্রামের ঐতিহ্যবাহী মেঠো পথ। এই পথ দিয়ে গরুর গাড়ী,ভ্যানগাড়ী ইত্যাদি চলাচল করে। এই পথে বহু তালগাছ রয়েছে। তালগাছে বহু বাবুই পাখির বাসা দেখা যায়।এই রাস্তাটি কাঁঠালিয়া, কুল্যাগাছা,ফাজিলপুর গ্রামে যাওয়ার প্রধান রাস্তা।মেঠো পথের দুই পাশে নুয়ে পড়া সবুজ ঘাস। মাঝখানে বুক চিরে মানুষের পদচিহ্ন। ছোট ছোট ঘর আর উঠোন পেরিয়ে কৃষকের জমি। বাংলার প্রাণ বাংলার প্রতিটি গ্রামের ছবি। মুখে মুখে হাসি ছড়িয়ে সুখ দুঃখ, বাতাসে সবুজের ঘ্রাণ, দুরে বয়ে চলছে নদী। মাটির টানে পৌষ মাসে কৃষকের বাঁকা বাঁশী বাজে। বাংলার প্রাণ এতো বাংলার প্রতিটি গ্রামের ছবি